কুষ্টিয়ায় হানিফের আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমীর হামজা

প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ এ আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ন হয়েছে।’

Location :

Kumarkhali
কুষ্টিয়ায় হানিফের আসনের জামায়াতের প্রার্থী আমীর হামজা
কুষ্টিয়ায় হানিফের আসনের জামায়াতের প্রার্থী আমীর হামজা |নয়া দিগন্ত

কুষ্টিয়া প্রতিনিধি ও কুমারখালী সংবাদদাতা

কুষ্টিয়া জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে মুফতি আমীর হামজাকে।

রোববার (২৫ মে) বিকালে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

কুষ্টিয়া সদর আসনে এর আগে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ।

তিনি নৌকা প্রতীক নিয়ে দুইবার কুষ্টিয়া সদর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন।

বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।

জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়।

প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ এ আসনের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা সম্পূর্ন হয়েছে।’

তিনি বলেন, ‘একটি সংস্কার ছাড়া ও বিচার প্রক্রিয়া অগ্রগতি ছাড়া জামায়াত ইসলামী কোনো নির্বাচন মেনে নেবে না। জামায়াত ইসলামী ১৮ বা ২৪ সালের মতো নির্বাচন দেখতে চাই না। আমাদের সবচেয়ে বড় চাওয়া একটি কেয়ারটেকার সরকারের মাধ্যমে যেন নির্বাচন সম্পন্ন হয়।‘

এসময় মুফতি আমীর হামজা সম্পর্কে মোবারক হোসেন বলেন, ‘আমরা এই আসনে যে প্রার্থী (আমীর হামজা) দিয়েছি তিনি শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নই, তিনি আন্তর্জাতিকভাবে একজন পরিচিত প্রার্থী। সুতরাং আমার ধারণা আপনাদের কাজ করতে আরো সহজ হবে। মানুষের কাছে গিয়ে তার কথা (আমীর হামজা) স্বতঃস্ফূর্তভাবে বলতে পারব।’

সেখানে আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজা, জেলা সভাপতি খাজা আহমেদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে কুষ্টিয়া সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজার নাম ঘোষণা করা হলে সকলে সমুচ্চস্বরে স্বাগত জানিয়ে শোকরিয়া জ্ঞাপন করেন।

মুফতি আমীর হামজা কুষ্টিয়া সদর উপজলোর পাটিকাবাড়ি গ্রামের কৃতি সন্তান। তিনি কোরআনের হাফেজ কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলীয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন ও ইসলামী স্টাডিজ বিভাগ থেকে স্নাতকও স্নাতকোত্তর পাশ করেন।

তিনি বিশিষ্ট তাফসীরকারক ও বক্তা হিসেবে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছেন।

তিনি সাম্প্রতি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য মনোনিত হয়েছেন। সারাদেশের মত কুষ্টিয়ায় তিনি ব্যাপক পরিচিত ও প্রশংসিত ব্যক্তি।