জুলাই অভ্যুত্থান স্মরণে হাটহাজারীতে জামায়াতের যুব সমাবেশ ও মোটরসাইকেল র‌্যালি

বক্তারা বলেন, আগামী নির্বাচন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশে ন্যায় ও ইনসাফের সমাজ কায়েম করতে হবে।

আবুল বাশার, হাটহাজারী (চট্টগ্রাম)

Location :

Chattogram

রক্তাক্ত জুলাই অভ্যুত্থান স্মরণে হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ মাদার্শা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ ও মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এবং হাটহাজারী উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

উপজেলার মদুনাঘাট থেকে শুরু হয়ে মোটরসাইকেল র‌্যালিটি উপজেলার কুয়াইশ নতুন রাস্তার মাথা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ফতেয়াবাদ বটতলী হয়ে সিকদার পাড়া এসে শেষ হয়।

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দক্ষিণ মাদার্শা ইউনিয়ন শাখা সভাপতি মো: জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোজাহের উদ্দীন এনামের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম রাশেদ, জামায়াতের উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি মো: ইসহাক, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মো: এমরান হোসেন, দক্ষিণ মাদারসা ইউনিয়ন জামায়াতের আমির মো: ওসমান ও উপজেলা প্রচার বিভাগের সেক্রেটারি মো: নুরুল আলম পারভেজ।

পথ সভায় বক্তারা বলেন, এ দেশ জুলাই অভ্যুত্থানের নতুন বাংলাদেশ। এ দেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। সময় এবং সুযোগ এসেছে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার।

বক্তারা বলেন, আগামী নির্বাচন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করে দেশে ন্যায় ও ইনসাফের সমাজ কায়েম করতে হবে।