টাঙ্গাইলে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
নয়া দিগন্ত

টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে সিফাত (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সিফাত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলা গোপাল গ্রামের রিকশাচালক মাসুদ মিয়ার ছেলে।

টাঙ্গাইল সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, শুক্রবার বেলা ৩টার দিকে শহরের বেড়াডোমা এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে সিফাতের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সিফাত দিনে রিকশা চালিয়ে রাতে ওই গ্যারেজেই থাকত। গ্যারেজের লোকজন জুমার নামাজ পড়ে এসে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানায়। পরে ছেলেটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনার কোনো রহস্য জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তখন সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে এ মৃত্যুর ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন অনেকেই।