আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে ১২ দলের সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেয়ার পর শামীম সাঈদী বলেন, ‘সম্মানিত মা-বাবা, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীসহ ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের কাছে দোয়া কামনা করছি।’
তিনি বলেন, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার অব্যাহত থাকবে। প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং দেশের জনগণকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।’
পাশাপাশি দল-মতের ঊর্ধ্বে ওঠে ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী ও সম্মানিত দায়িত্বশীল নেতা-কর্মীরা।



