ফরিদপুর-৪ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

‘জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। এ আসনের জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবেন ইনশাল্লাহ।’

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ সরোয়ার হোসাইনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনূল অরা তীন সোফিয়ার কাছ থেকে দলীয় প্রার্থীর পক্ষে ভাঙ্গা পৌর আমির মো: এনায়েত হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচনী আচরণবিধি মেনে তিনি দলের নেতাদের সাথে নিয়ে ফরিদপুর-৪ আসনের জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জামায়াত নেতা কে এম মফিজুর রহমান মাসুদ, খন্দকার লিটু ও মো: হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো: এনায়েত হোসাইন বলেন, ‘জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। এ আসনের জনগণ সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে রায় দেবেন ইনশাল্লাহ।’