সাভারে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার (১৬ জুন) রাতে সাভার নবম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদেরকে গ্রেফতার করা হয়।
এর আগে রোববার রাতেও তাদের গ্রেফতার করতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সোহেল, সম্রাট, সুমন, দুর্জয়, ও সমর। এই ছিনতাইকারী চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রতিদিনই ছিনতাই করত বলে জানা গেছে।
যৌথবাহিনী জানায়, প্রতিদিন ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই কুখ্যাত ছিনতাইকারী চক্রটি বিভিন্নভাবে বিভিন্ন স্থানে মহাসড়কে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিত। পরে যৌথ বাহিনী সাভারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পাঁচজন ছিনতাইকারীর মধ্যে সোহেল নামের ওই ছিনতাইকারী হত্যা মামলার আসামি বলে জানায় যৌথবাহিনী।
এ সময় তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
যৌথবাহিনী আরো জানায়, এই ছিনতাইকারী চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কে আতঙ্ক হিসেবে যাত্রীদের কাছে ছিল। তাদের গ্রেফতার করায় মহাসড়ক ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সাভার মডেল থানার ডিউটি অফিসার (এসআই) আব্দুস সামাদ নয়াদিগন্তকে জানান, রাত ১০টার দিকে থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।