ময়মনসিংহের গফরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার উস্থি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বড়বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমৃত্যু গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা অভিযোগে তাকে কারাগারে আটকে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। তার মৃত্যুতে গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন।’
তিনি আরো বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য সব মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো: ইসহাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, পৌর শ্রমিকদলের সাবেক আহ্বায়ক আল আমিন জনি, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, জেলা দক্ষিণ যুবদলের সহ- সভাপতি আব্দুস ছালাম বিপ্লবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমুখ।
শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: শামসুল হুদা।



