রাঙ্গামাটি আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ একজন সৎ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ এবং অভিজ্ঞ আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে পার্বত্য জেলা রাঙ্গামাটির মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছ থেকে জামায়াত প্রার্থীর পক্ষে  মনোনয়নপত্র সংগ্রহ করা হয়
জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছ থেকে জামায়াত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. মানছুরুল হক।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলার সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, নির্বাচনী প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট রহমত উল্লাহ, জেলা নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ ফয়জুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার আব্দুল ওয়াহাব পাটোয়ারী, তবলছড়ি এলাকার প্রবীণ ব্যক্তিত্ব কবির আহমদ সওদাগর, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইরফান উদ্দিনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় জামায়াতের রাঙ্গামাটি জেলা শাখার সেক্রেটারি মো. মানছুরুল হক বলেন, বর্তমান প্রধান উপদেষ্টার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা বিশ্বাস করি তিনি তা বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন। দীর্ঘদিন পর দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

তিনি আরো বলেন, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ একজন সৎ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ এবং অভিজ্ঞ আইনজীবী। তিনি দীর্ঘদিন ধরে পার্বত্য জেলা রাঙ্গামাটির মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার তাকে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়ন দিয়েছে। আমরা আশা করছি, রাঙ্গামাটি পার্বত্য জেলার জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

মানছুরুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিদ্যমান পরিবেশ নিয়ে আমরা এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট। প্রধান উপদেষ্টা সর্বজনস্বীকৃত ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার যে ঘোষণা দিয়েছেন, সেই বিষয়ে আমরা আস্থা রাখতে চাই। পাশাপাশি তিনি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে জনগণকে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান জানান।