পানছড়িতে অস্ত্রসহ আটক এক

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Khagrachari
অস্ত্রসহ আটক।
অস্ত্রসহ আটক। |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মিলন ত্রিপুরা (৩০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) -এর সশস্ত্র এক টোল কালেক্টরকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দীন।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড অ্যামোনিশন এবং চাঁদা আদায়ের রশিদসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মরাটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে সশস্ত্র টোল কালেক্টর মিলন ত্রিপুরাকে আটক করা হয় এবং পিস্তল, ম্যাগাজিন, অ্যামোনিশন ও চাঁদা আদায়ের রশিদসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ওসি মো: জসিম উদ্দীন জানান, গতরাত ১২টার দিকে লিটন ত্রিপুরাকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।