দিরাইয়ে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

ইমরান হোসাইন, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
দিরাইয়ে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত
দিরাইয়ে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে ধান শুকানোর জায়গা নিয়ে তর্কবিতর্কের জেরে প্রতিপক্ষের টেঁটাবিদ্ধ হয়ে প্রান্ত দাস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তলবাউসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রান্ত উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসি গ্রামের সেবক দাসের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের পলাশ দাস ও চান মিয়ার ছেলে শাকিলের মধ্যে তর্কবির্তকের জেরে দু’জনই দেশীয় অস্ত্র নিয়ে মারামারির হুমকি দেয়। একটু পর শাকিল একটি টেঁটা হাতে ঘটনাস্থলে পৌঁছে পলাশকে না পেয়ে তার ছোট ভাই প্রান্তকে বুকের বাম পাশে আঘাত দেয়। এতে গুরুতর আহত হন প্রান্ত। পরে আহত অবস্থায় তাকে স্বজনরা দিরাই উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘দুই যুবকের তর্কবিতর্ককে কেন্দ্র করে নিহতের ঘটনাটি হয়েছে। নিহতের লাশ সুরতহাল করার পর থানায় রাখা হয়েছে। কাল ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।’