বগা সেতু নির্মাণের অগ্রগতি সাধনে দ্বিতীয় দফায় সেতু উপদেষ্টার সাথে ড. মাসুদের বৈঠক

‘বগা সেতু নির্মাণ তার কিংবা তার দলের একক প্রচেষ্টা নয়, এর কৃতিত্ব বাউফলবাসীর।’

নয়া দিগন্ত অনলাইন
বগা সেতু নির্মাণের অগ্রগতি সাধনে দ্বিতীয় দফায় সেতু উপদেষ্টার সাথে ড. মাসুদের বৈঠক
বগা সেতু নির্মাণের অগ্রগতি সাধনে দ্বিতীয় দফায় সেতু উপদেষ্টার সাথে ড. মাসুদের বৈঠক |নয়া দিগন্ত

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা সেতু নির্মাণে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবিরের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. মাসুদ জানান, পটুয়াখালী জেলার বাউফল উপজেলাসহ চার উপজেলার ২২ লাখ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বগায় তেতুলিয়া নদীতে ফেরির পরিবর্তে একটি সেতু নির্মাণ। বিগত সময়ে ক্ষমতাসীনদের রাজনৈতিক স্বদিচ্ছার অভাবে বগা সেতু নির্মাণ করা হয়নি।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবিরের কাছে বাউফালবাসীর পক্ষ থেকে থেকে বগা সেতু নির্মাণের দাবি জানানোর পর তিনি আন্তরিকতার সাথে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সেতু নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে জানতে আজ সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবিরের সাথে সাক্ষাৎ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজল (ডিপিপি) কাজ প্রায় শেষের দিকে। পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বগা সেতু নির্মাণ তার কিংবা তার দলের একক প্রচেষ্টা নয়, এর কৃতিত্ব বাউফলবাসীর।’

তিনি আগামীতে বাউফলবাসীকে সাথে নিয়ে আধুনিক বাউফল গড়ার প্রত্যয় ব্যক্ত করে বাউফলবাসীর সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বাউফলবাসীকে সাথে নিয়ে সোচ্চার থাকবেন। এ সময় তার সাথে বাউফল ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি