বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ‘সম্পদ লুটপাটকারীরা আবারো সুযোগ পেলে জাতিকে বিপদে ফেলবে।’
শনিবার (১ নভেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারদোয়ানিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আল্লাহর দয়ায় আমরা যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে ইনশাআল্লাহ আমরা পিরোজপুরে সরকারি ব্যবস্থাপনায় শিল্প কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ভেঙে পড়া সড়ক ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও নদী ভাঙন এলাকাগুলোকে চিহ্নিত করে টেকসই বাঁধের ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয় বরং আমাদের লক্ষ্য একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা।’
জামায়াতে ইসলামীর কলারদোয়ানিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন কাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো: জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সেক্রেটারি সাবেক সেনাকর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, উপজেলা যুব বিভাগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ ইমরান হোসেনসহ জামায়াতের জেলা-উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।



