মিরসরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিহত মোহাম্মদ হোসেন ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর এলাকার মিজি বাড়ির মো: ছৈয়দুল হকের ছেলে বলে জানা গেছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিহত মোহাম্মদ হোসেন
নিহত মোহাম্মদ হোসেন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে মিনি পিকআপভ্যানের ধাক্কায় মোহাম্মদ হোসেন (৫২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর এলাকার মিজি বাড়ির মো: ছৈয়দুল হকের ছেলে বলে জানা গেছে।

নিহতের ভাতিজা ইমরান হোসেন জানান, রোবাবর রাতে তার জ্যাঠা বাড়ি থেকে ছরারকুল এলাকায় চা খেতে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি মিনি পিকআপভ্যান সড়কের ধারে এসে তার জ্যাঠাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়ে অবগত নয়। খোঁজখবর নিয়ে বিস্তারিত বলা যাবে।