আলেম সমাজের উচিত সাহাবিদের সমালোচনাকারীদের বিরুদ্ধে আলোচনা করা : মুহিব্বুল্লাহ বাবুনগরী

বুধবার রাতে হাটহাজারীতে আল-আমিন সংস্থা আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
বক্তব্য রাখেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
বক্তব্য রাখেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী |নয়া দিগন্ত

হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘রাসূল সা:-এর হাতেগড়া সাহাবায়ে কেরাম আমাদের অনুকরণীয় আদর্শ। তাদের জীবনাদর্শন আমাদের মুক্তির পথ। কারণ সরল ও সঠিক পথে চলতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। আর সঠিক পথের দিশা দিয়েছেন হযরত সাহাবায়ে কেরাম। অন্যদিকে সাহাবায়ে কেরামকে গালি দিলে ও তাদের কটূক্তি করলে কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না। আলেম সমাজের উচিত সাহাবিদের সমালোচনাকারীদের বিরুদ্ধে আলোচনা করা। নয়তো ইলম গোপন করার অপরাধে কেয়ামতের দিন অভিযুক্ত হতে হবে।’

বুধবার (২৯ অক্টোবর) রাতে হাটহাজারীতে আল-আমিন সংস্থা আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় তাফসির মাহফিলে ধারাবাহিক সভাপতিত্ব করেন মাওলানা শোয়াইব জমীরী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মোহাম্মদ শফী ও মাওলানা ওসমান সিকদার।

মাহফিলে বক্তারা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের তাফসির করে তথ্যবহুল আলোচনা করে বলেন, আমাদের পরিচয় আমরা মুসলমান। পবিত্র কোরআন আমাদের জীবন-বিধান। রাসূল সা: ও সাহাবিগণ আমাদের জীবনাদর্শ। তাই আমাদের উচিত সরল ও সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা।

তাফসীর মাহফিলে আরো আলোচনা করেন আল্লামা কুতুবউদ্দীন নানুপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মুফতী রাশেদ, মুফতী রাফি বিন মুনির, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা মোহাম্মদ, মাওলানা এরশাদুল্লাহ প্রমুখ।