কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পূর্ব আটগ্রামে অবস্থিত চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (বিজিডিসিএল)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া চৌদ্দগ্রাম মডেল থানায় চুন কারখানার মালিক-শ্রমিকসহ ১০জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এ সময় চুন কারখানায় কর্মরত চারজন শ্রমিককে গ্রেফতার করে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- ফারদুল মিয়া (৪০), আসাদুল ইসলাম (৩৮), মো: লিবলু মিয়া(২৮) ও মো: রুবেল মিয়া (৩০)। তারা চুন কারখানার কর্মচারী। মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজিডিসিএল ভিজিল্যান্স ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো: আবদুর রাজ্জাক জানান গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিডিসিএল ভিজিলেন্স ডিপার্টমেন্ট, ইএস ডিপার্টমেন্ট, বিক্রয় ডিপার্টমেন্ট, সেইফটি অ্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তা ও বিশেষ সংযোগ বিচ্ছিন্ন টিমের কর্মকর্তারা ঘটনাস্থলে দেখতে পায় ফেনী থেকে চৌদ্দগ্রামগামী ৮ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইন হতে অবৈধভাবে ২ ইঞ্চি সার্ভিসটি বিপজ্জনকভাবে স্থাপন করে প্রাায় ১৫শত ফুট দূরে চুন কারখানায় ২টি বড় সাইজের ফার্নেসে গ্যাস ব্যবহার করছে। ফার্নেস দুইটিতে ১২টি ফোকাস বার্ণারের মাধ্যমে গ্যাস ব্যবহার করছে। এসময় অবৈধকাজে ব্যবহৃত ২ ইঞ্চি ব্যাসের প্রায় ৩০০ ফুট হুজ পাইপ, ১২ টি ফোকাস বার্ণার ও কানেক্টর জব্দ করা হয়।
অভিযানে বিজিডিসিএল প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক (উপ-মহাব্যবস্থাপক-ভিজিলেন্স), প্রকৌশলী ছগীর আহাম্মদ(উপ-মহাব্যবস্থাপক-ইএস), মো: সেলিম (ব্যবস্থাপক-ভিজিলেন্স), আরিফ (ব্যবস্থাপক-ইএস), মো: জাকারিয়াসহ (ব্যবস্থাপক,বিক্রয়-উপজেলা-১) অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাউসার হোসেন জানান বিজিডিসিএল কর্তৃপক্ষ চুন কারখানার মালিক-শ্রমিকসহ ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এসময় কারখানার কর্মরত চারজন শ্রমিককে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।



