ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) আসরের নামাজ পর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি, যুবদল, শ্রমিকদল ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। জানাজার নামাজ শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা বিএনপির সদস্য (দফতরে দায়িত্ব) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বকে হারাল। অনেক নেতাকর্মী ঢাকায় জানাজায় যেতে পারেননি। এ কারণে আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি।’
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রাজধানীর জিয়া উদ্যানে আজ বুধবার বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।



