মাধবদীতে শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

অনুষ্ঠানে মাধবদী থানা শ্রমিক দলসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
মাধবদীতে শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাধবদীতে শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত |ছবি : নয়া দিগন্ত

শ্রমিক দল নেতা শহীদ জাহাঙ্গীর আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মাধবদীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে মাধবদীর আটপাইকা বাজারে অবস্থিত শহীদ জাহাঙ্গীর চত্বরে মাহফিলটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, মাধবদী থানা শাখা মাহফিলটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

সভাপতিত্ব করেন শহীদ জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ সহকর্মী ও মাধবদী থানা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবদী থানা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাঈম মিয়া।

স্মরণসভায় বক্তারা শহীদ জাহাঙ্গীর আলমের রাজনৈতিক আদর্শ, শ্রমিকদের অধিকার আদায়ে তার অগ্রণী ভূমিকা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে মাধবদী থানা শ্রমিক দলসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।