মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষার্থে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন বক্তারা সেতুটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করে এলাকাবাসী
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করে এলাকাবাসী |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও সেতু রক্ষার্থে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন বক্তারা সেতুটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।

শুক্রবার (২২আগস্ট) বিকেলে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁর নদের উপর নির্মিত ‘লিটন চৌধুরী’ সেতু নদীর শাসন বাঁধ না থাকায় বর্ষার শুরুতেই ভাঙন দেখা দিয়েছে। সেতুর খুব কাছেই নদের পাড়ে ভাঙন শুরু হওয়ায় উৎকণ্ঠায় স্থানীয়রা। উৎরাইল-শিবচর সড়কের আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত সেতুটি নয়াবাজার পাড়ের দক্ষিণ পাশে নদের পাড়ে এ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে বেশ কিছু জায়গা ভেঙে নদের গর্ভে চলে গেছে।

২০২৩ সালে ৪ নভেম্বর ৫৫০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৮০ মিটার প্রস্থের সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়। সেতুটি নির্মাণের ফলে শিবচরের সদরের সাথে দত্তপাড়া, শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তিও দূর হয়। সম্প্রতি আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধির ফলে বেড়েছে স্রোতের তীব্রতা। সেতুর কাছে নদের পাড়ে ঘেঁষে সৃষ্টি হয়েছে ঘূর্ণিস্রোত। ফলে সেতুর কাছেই নদের পাড়ে বেশ কিছু জায়গায় ভেঙে গেছে।

মানববন্ধনে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মো: হোসেন চৌধুরী, শিবচর উপজেলা কৃষক দলের সংগ্রামী যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা, শিরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন (টিপু) মুন্সি, বিএনপি নেতা আব্দুল মালেক মোল্লাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।