বর্তমান অন্তর্বর্তী সরকার একটি স্মরণকালের ভালো নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে রেলপথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনে এসে তিনি একথা জানান।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে একটি স্মরণকালের ভালো নির্বাচন হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে চায়।
তিনি আরো বলেন, ভালো নির্বাচন বলতে প্রত্যেকটি ভোটার নির্ভয়ে-নির্দ্বিধায় ও শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে তার ভোটটি নিজের পছন্দের প্রতীক বা প্রার্থীকে দিতে পারবেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সে পথেই এগিয়ে যাচ্ছে।
উপদেষ্টা আরো বলেন, প্রার্থীদের পোলিং অ্যাজেন্টদের সামনেই উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়ে আসবেন তাকেই স্বাগত জানাবো আমরা।