ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দালাল চক্রের ১৮ সদস্যকে আটক করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সফিকুল ইসলাম ও রাশিদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সফিকুল ইসলাম জানান, দালালরা বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নেয়ার জন্য রোগীদের নানা প্রলোভন দেখাত এবং প্রতারণার শিকার করত। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামানসহ র্যাব-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।