হাসান উদ্দিন সরকার

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন

‘তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপি নয়, গোটা জাতির মুক্তির রূপরেখা। টানা ১৬ বছরের দুঃশাসন ও দলীয়করণে রাষ্ট্র পঙ্গুত্ব বরণ করেছে। জনগণের অধিকার ফিরিয়ে এনে রাষ্ট্র পুনর্গঠন করাই আমাদের লক্ষ্য।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুর-৬ আসনের টঙ্গীতে হাসান উদ্দিন সরকার
গাজীপুর-৬ আসনের টঙ্গীতে হাসান উদ্দিন সরকার |নয়া দিগন্ত

গাজীপুর-৬ আসনের টঙ্গী পূর্ব থানা এলাকার ৪৯নম্বর ওয়ার্ডে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপি নয়, গোটা জাতির মুক্তির রূপরেখা। টানা ১৬ বছরের দুঃশাসন ও দলীয়করণে রাষ্ট্র পঙ্গুত্ব বরণ করেছে। জনগণের অধিকার ফিরিয়ে এনে রাষ্ট্র পুনর্গঠন করাই আমাদের লক্ষ্য।’

শুক্রবার (৩১ অক্টোবর) এরশাদ নগর জাগরণী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় তিনি আরো বলেন, ‘আমরা ক্ষমতা চাই না, চাই জনগণের ভোটাধিকার। শহর থেকে গ্রাম পর্যন্ত সবাইকে এখন ঐক্যবদ্ধ হতে হবে—এই আন্দোলন মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার।’

সভায় বিশেষ অতিথির বক্তৃতায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ‘দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও গুম-খুন-অপহরণের দায়ে স্বৈরাচারিনী শেখ হাসিনাকে একশ’ বার ফাঁসি দিলেও বিচারের হক আদায় হবে না। জনগণের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সফল না হলে দেশ করদ রাজ্যে পরিণত হতো।’

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- আব্দুর রহিম খান কালা, হাজী মো: বাবর আলী, আজিজুল হক রাজু মাস্টার, শেখ মো: সুমন ও সরকার শাহনূর ইসলাম রনি। সভাপতিত্ব করেন মো: বাবুল চৌধুরী এবং সঞ্চালনা করেন মো: সোহেল চৌধুরী।