রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণী চিকিৎসক নিহত, বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের ভুইয়াগাঁতী সাব-স্টেশনে ভাংচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। স্থানীয় জনতা জানান, এ নিয়ে একই স্থানে তিন মাসে ১০ জনের প্রাণহানি ঘটলো।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক প্রাণী চিকিৎসক নিহত হওয়ায় বিক্ষুব্ধ জনতা দুই ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন।

ফলে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার (চান্দাইকোনা) ও ঢাকা থেকে বগুড়ামুখী যানবাহন ৮ কিলোমিটার দীর্ঘ (হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত) যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত প্রাণী চিকিৎসক সাইফুল ইসলাম ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে। স্থানীয়রা জানান, তিনি ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পল্লী বিদ্যুতের ভুইয়াগাঁতী সাব-স্টেশনে ভাংচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখেন। স্থানীয় জনতা জানান, এ নিয়ে একই স্থানে তিন মাসে ১০ জনের প্রাণহানি ঘটলো।

কারণ, পল্লীবিদ্যুৎ অফিস জায়গা না ছাড়ায় ফোরলেন জায়গা ওয়ান ওয়ে হয়ে রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ফোরলেনের ফেলে রাখা কাজ দ্রুত শেষ করার দাবিদাওয়ার পাশাপাশি একাধিকবার মানববন্ধন করে আসছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান। এ সময় রায়গঞ্জ ইউনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতাকে শান্ত করার চেষ্টা চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।