ভাঙ্গায় অজ্ঞাত পুরুষের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার

গত ১৬ আগস্ট শুক্রবার ঢাকা, ভাঙ্গা, মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলা চান্দা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ভাঙ্গায় অজ্ঞাত পুরুষের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার
ভাঙ্গায় অজ্ঞাত পুরুষের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চতলবিল থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার তুজেরপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে তুজারপুর বিলের একটি পুকুর থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল, অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা একপর্যায়ে বস্তাবন্দী লাশ ভেসে থাকতে দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো: আশরাফ হোসেন সাংবাদিকদের জানান, লাশটি পচে গলে যাওয়ার কারণে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে সাতদিন আগে যুবককে হত্যা করা হয়েছে তার গলা, পেটের ভুড়ি এবং পায়ের গোড়ালি কাটা ছিলো। মূল ঘটনা তদন্তের মাধ্যমে জানা যাবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট শুক্রবার ঢাকা, ভাঙ্গা, মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলা চান্দা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।