সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Sarail
সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার
সরাইলে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলার শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে সেমিনারে বিশদ আলোচনা উপস্থাপন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো: মোশারফ হোসাইন।

সেমিনারে এ সময় বক্তব্য দেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, উপজেলা শিক্ষা অফিসার নওশাদ মাহমুদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন চৌধুরী, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শেখ সাদী, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন, প্রভাষক মাহবুব খান বাবুল, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরীফ উদ্দিন, সরাইল রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, ত্রিতাল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকামন্ডলীসহ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আইয়ুব খান।