সাগরে মাছ শিকারে গিয়ে তিন সপ্তাহ থেকে নিখোঁজ দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১৩ জেলের খোঁজ পাওয়া গেছে।
ওই জেলেরা ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগারে আটক রয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে কারাগার থেকে জেলেরা ভিডিও কলে তাদের পরিবারের সাথে কথা বলেন।
তিন সপ্তাহ পর ১৩ জেলের জীবিত থাকার খবরে বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে পরিবারগুলোতে। তবে সরকারের কাছে জেলেদের দ্রুত ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
জানা যায়, সাগরে মাছ ধরতে গিয়ে ভারতের কোস্টগার্ডের কাছে আটক হন তারা। ধারণা করা হচ্ছে, গভীর সাগরে মাছ শিকারে গিয়ে দিক ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন ওই জেলেরা।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আলী আহমদ আখন্দ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের দেশে ফেরত আনার চেষ্টা চলছে।’
লালনোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহ আজিজ বলেন, ‘জেলেদের অবস্থান শনাক্ত হয়েছে। তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।’
উল্লেখ্য, ১০ নভেম্বর উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির ‘মা-বাবার দোয়া’ নামে একটি ট্রলিং নৌকা নিয়ে জেলেরা সাগরে মাছ ধরার উদ্দেশে রওনা দেন। যাত্রার ছয় দিনের মধ্যে তাদের আবার তীরে ফেরার কথা থাকলেও দীর্ঘ প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও তাদের খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা।
নিখোঁজ জেলেরা হলেন— লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দলিল মাস্টার বাজার এলাকার মো: মাকসুদুর রহমান, মো: খোকন, মো: হেলাল, মো: শামিম, মো: সাব্বির, মো: সজিব, মো: জাহাঙ্গীর, মো: নাছির মাঝি ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাতিরখাল এলাকার আব্দুল মালেক, মো: ফারুক, মো: মাকসুদ, মো: আলম মাঝি ও মো: ফারুক।



