জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ভোগড়া বাইপাস চৌরাস্তায় এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খাইরুল হাসান, মহানগর জামায়াতের নায়েবে আমির ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: হোসেন আলী, মহানগর জামায়াতের সেক্রেটারি আসম ফারুক, মহানগর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমির নজরুল ইসলাম, পুবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল, বাসন থানা জামায়াতের আমির মাওলানা আকরাম হোসেন, গাছা থানা জামায়াতের আমির মীয়াজ উদ্দিনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।
মিছিলপূর্ব সমাবেশে মহানগর আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘জুলাই জাতীয় সনদের প্রস্তাবগুলো দেশের মুক্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এ সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না। অবিলম্বে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ঘোষণা দেয়ার আহ্বান জানাই।’
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল ভোগড়া বাইপাস থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে হাজারো নেতাকর্মী অংশ নেন।