ময়মনসিংহের ভালুকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মজিবর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৫০) নিহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হাজিরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কলিজাকান্দা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী সরকার পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে পিছন থেকে চাপা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হন।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ জানান, ‘বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।’



