বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মোবারক হোসেন বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।’
সোমবার (২০ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, ড. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলার নায়েবে আমির ও কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া-৩, কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জামায়াত মনোনীত নমিনী উপাধ্যক্ষ বেলাল উদ্দীন, কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবজাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও শহর জামায়াতের রোকনবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, ‘বর্তমান সরকারের দায়িত্ব, পতিত স্বৈরাচারের সকল ‘জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’ এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা’ সময়ের দাবি।’



