অধ্যাপক লিয়াকত আলী

দেশের ক্রান্তিকালে জামায়াত-শিবিরই অগ্রণী ভূমিকা পালন করে

শিক্ষা শিবিরে দারসুল কোরআন পেশ করেন চিওড়া ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মমিনুল ইসলাম।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Chauddagram
ক্রান্তিকালে জামায়াত-শিবিরই অগ্রণী ভূমিকা পালন করে লিয়াকত আলী
ক্রান্তিকালে জামায়াত-শিবিরই অগ্রণী ভূমিকা পালন করে লিয়াকত আলী |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া বলেছেন, ‘দেশের ক্রান্তিকালে জামায়াত-শিবির কর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করে। তাই ইসলামী আন্দোলনের পাশাপাশি প্রত্যেক কর্মীকে নিজের চরিত্র মজবুত করতে হবে। ঈমান-আখলাক ও আমানতদারীতা বাড়াতে হবে। এতে নিজ, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ হবে।’

শুক্রবার (২৩ মে) চৌদ্দগ্রামের পায়েরখোলা হাইস্কুল মিলনায়তনে জগন্নাথ ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: বেলাল হোসাইন। দারসুল কোরআন পেশ করেন চিওড়া ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মমিনুল ইসলাম।

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জগন্নাথ ইউনিয়ন জামায়াতের আমির শাহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মী শিক্ষা শিবিরে সেক্রেটারি মাওলানা বেলাল উদ্দিন মজুমদার, নায়েবে আমির কাজী শহীদুল ইসলাম, সহকারী সেক্রেটারি কাজী রবিউল হোসেন রকিসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের দায়িত্বশীলসহ অগ্রসর কর্মীরা উপস্থিত ছিলেন।