জুলাই অভ্যুত্থানের কোনো মাস্টারমাইন্ড ছিল না : ফরহাদ মজহার

‘তরুণরা আজ নিজেদের রাজনৈতিক দল গঠন করছে, লড়াই করছে। কোথাও কোথাও তারা সফল হচ্ছে, আবার কোথাও কৌশলগত ভুল করছে। কিন্তু তারা শিখছে, বেড়ে উঠছে। তাই তাদের পেছনে আমাদের থাকতে হবে, তাদেরকে সমর্থন দিতে হবে।’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
বক্তব্য দিচ্ছেন কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার
বক্তব্য দিচ্ছেন কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার |নয়া দিগন্ত

কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘জুলাই অভ্যুত্থান করেছে জনগণ। এর পেছনে কোনো মাস্টারমাইন্ড বা তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না।’

শুক্রবার (১ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ভাববৈঠকি’ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ভাব গানের আসরে এসব কথা বলেন তিনি।

ফরহাদ মজহার বলেন, ‘গণঅভ্যুত্থানে মানুষ অকাতরে জীবন দেয়, কারণ তারা চায় নতুন রাষ্ট্রগঠন। আমাদের রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুনভাবে গড়তে হবে, এমন একটি রাষ্ট্র, যা আমাদের অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করবে, এবং জনচাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘তরুণরা আজ নিজেদের রাজনৈতিক দল গঠন করছে, লড়াই করছে। কোথাও কোথাও তারা সফল হচ্ছে, আবার কোথাও কৌশলগত ভুল করছে। কিন্তু তারা শিখছে, বেড়ে উঠছে। তাই তাদের পেছনে আমাদের থাকতে হবে, তাদেরকে সমর্থন দিতে হবে।’

নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন সব সমস্যার সমাধান নয়। আমাদের বিনীত অনুরোধ থাকবে, যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছেন, বিশেষ করে সাহসী তরুণেরা, তারা যেন শুধু নির্বাচনকেন্দ্রিক রাজনীতির মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রাখে। নির্বাচন হতে পারে একটি উপায়, কিন্তু সেটিই সবকিছু নয়। আমাদের কাজ অনেক বড়, আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তুলতে হবে।’