মাদারীপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচিবিষয়ক সেমিনার

প্রতিবন্ধীদের অবহেলা না করে সমাজের প্রতিটি মানুষকে তাদের আত্মবিশ্বাস ও চরিত্র ফিরে পেতে সহায়তা করতে হবে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচিবিষয়ক সেমিনার
প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচিবিষয়ক সেমিনার |নয়া দিগন্ত

মাদারীপুরে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি ও শিক্ষা উপবৃত্তি কর্মসূচির অগ্রগতি নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয়, মাদারীপুর সদরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম ও সহকারী পরিচালক আবজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি এম আসাদুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ‘প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তাদের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে। তাদের অবহেলা না করে সমাজের প্রতিটি মানুষকে তাদের আত্মবিশ্বাস ও চরিত্র ফিরে পেতে সহায়তা করতে হবে।’

সেমিনারে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে তাদের সমাজে সম-অধিকার ও সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।