কাঁঠালিয়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার

শনিবার রাতে পশ্চিম শৌলজালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Jhalokati
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মাইনুল হোসেন সজল
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মাইনুল হোসেন সজল |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়ার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: সৈয়দ মাইনুল হোসেন সজলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে পশ্চিম শৌলজালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাইনুল হোসেন সজলকে গ্রেফতার করেছে। রোববার সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।