কালুখালীতে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই

রাজবাড়ীর কালুখালীতে এক ইজিবাইকের চালককে শ্বাসরোধে হত্যারপর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

Location :

Kalukhali
কালুখালী থানা
কালুখালী থানা |সংগৃহীত

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় আসলাম প্রামানিক (৪২) নামে এক ব্যাটারিচালিত-ইজিবাইকের চালককে শ্বাসরোধে হত্যারপর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ জুন) সকালে উপজেলার চাঁদপুর এলাকায় চন্দনা নদীর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আসলাম প্রামানিক পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং পিয়ার আলী ওরফে চেনু প্রামানিকের ছেলে।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা সোহরাব শেখ সকালে নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

আসলামের ভাতিজা আজগর প্রামানিক বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে তার চাচা ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। সকালে নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে তারা শনাক্ত করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আসলাম প্রামানিককে শ্বাসরোধে হত্যার পর তার ইজিবাইকটি ছিনতাই করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।