খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঘিওরে দোয়া মাহফিল

বুধবার সন্ধ্যায় বানিয়াজুরী প্রগতিশীল যুবসমাজের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া |নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বানিয়াজুরী প্রগতিশীল যুবসমাজের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোমাজ্জাদ হোসেন শিমু ও মো: মিরন মিয়া। দোয়া মাহফিলে বিপুলসংখ্যক সাধারণ মানুষ ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর খাবার পরিবেশন করা হয়।

এদিকে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। দেশ ও গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করা এ দেশপ্রেমিক নেত্রীর প্রতি ভালোবাসায় পুরো দেশ আজ এক হয়ে প্রার্থনা করছে। তার অসুস্থতায় জাতি উদ্বেগে আছে, বিশ্বাস করি সবার দোয়ায় তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

অনুষ্ঠানে বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরশেদ খাঁন, ঘিওর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: হাসিন মিয়া, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি বিপুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম নাঈম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন আহমেদ, সহ-সভাপতি রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক নাদিম হোসেন, ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, মনির হোসেন, মোয়াজ্জেম হোসেন তপু, মোহাম্মদ রাজিব মিয়া, রুবেল, ফারুক, ফিরোজ, শামীমসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।