পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে আট দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাদের দাবিগুলো তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলমান আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদান, অধিগ্রহণ করা জমির দেড়গুণ মূল্য অবিলম্বে পরিশোধ এবং বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট দুর্নীতি ও সম্পদ লুটের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করাসহ আট দফা দাবি রয়েছে তাদের।
রবিউল আউয়াল অন্তর আরো বলেন, এই আট দফা দাবি আগামী সাত দিনের মধ্যে মেনে না নেয়া হলে আমরা বিদ্যুৎ কেন্দ্রগামী সড়ক ব্লকেডের মতো কর্মসূচি ঘোষণা করব।’
তিনি স্মরণ করিয়ে দেন, গত বছরের ৫ সেপ্টেম্বর একই দাবিতে আন্দোলন হয়েছিল এবং তৎকালীন কর্তৃপক্ষ আশ্বাস দিলেও এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো দাবি পূরণ হয়নি।
সংবাদ সম্মেলনে কলাপাড়ার ধানখালী এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।