পিকআপ ভ্যানের ধাক্কায় গফরগাঁওয়ের ছাত্রদল নেতা রাজিব নিহত

রাজিবের মৃত্যুতে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ্ খান শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
পিকআপ ভ্যানের ধাক্কায় গফরগাঁওয়ের ছাত্রদল নেতা রাজিব নিহত
পিকআপ ভ্যানের ধাক্কায় গফরগাঁওয়ের ছাত্রদল নেতা রাজিব নিহত

গাজীপুর জেলার শ্রীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় আসাদুজ্জামান রাজিব (৩৫) নামে গফরগাঁওয়ের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাওনা এম সি বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্ৰামের মরহুম আবুল কাশেম মাস্টারের বড় ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাজিব গাজীপুরে আকিজ টোব্যাকো কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে মোটরসাইকেল নিয়ে সে গ্রামের বাড়িতে ফিরে আসার পথে মাওনা এম সি বাজার সংলগ্ন সড়কের পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে মোবাইলে কথা বলার সময় পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রাজিবের স্ত্রী, পাঁচ বছরের এক ছেলে ও দেড় বছরের এক মেয়ে রয়েছে।

এদিকে তার অকাল মৃত্যুতে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাতাহ্ খান শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।