পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের চরগঙ্গামতি পয়েন্টে ভেসে এসেছে প্রায় ১০ ফুট লম্বা একটি ইরাবতী ডলফিন। ডলফিনটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন রয়েছে। একইসাথে ডলফিনটির চামড়া উঠে গেছে বলে দেখা যায়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা ডলফিনটি দেখতে পান। পরে বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ডলফিনটিকে মাটিচাপা দেয়া হয়।
উপরা’র আহ্বায়ক আবুল হোসেন রাজু জানান, ‘আমাদের টিম বন পরিদর্শন শেষে ফেরার পথে ডলফিনটিকে দেখতে পাই। ধারণা করা হচ্ছে, জোয়ারের স্রোতে এটি ভেসে এসেছে। এটি ইরাবতী প্রজাতির ডলফিন, যা সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের মোহনা এলাকায় দেখা যায়।’
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘ডলফিন সংরক্ষণে আমাদের সংগঠনগুলো সবসময় সচেষ্ট। এ পর্যন্ত চলতি বছরেই উপকূলীয় এলাকায় অন্তত ৯টি মৃত ডলফিন ভেসে এসেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি যেন মৃত্যুর কারণ উদঘাটনে বৈজ্ঞানিক অনুসন্ধান চালানো হয়।’
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি বলেন, ‘বর্ষা মৌসুমে মৃত ডলফিন ভেসে আসা নতুন কিছু নয়। উন্নত দেশগুলো সামুদ্রিক পরিবেশ রক্ষায় এগিয়ে থাকলেও আমাদের দেশে এখনো বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ বাস্তবায়নে ঘাটতি রয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোর কার্যকর উদ্যোগ ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়।’
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান জানান, ‘আমরা বিষয়টি জানার পরপরই ডলফিনটিকে মাটিচাপা দেয়ার ব্যবস্থা করি, যাতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের সমস্যা না হয়।’