চৌগাছায় বাবার হাতে ছেলে খুন

ঘটনার দিন (২০ জানুয়ারি) সকালে তরিকুল ইসলামের মা বাড়িতে ছিল না। ভাত খাওয়ার জন্য ছেলের স্ত্রীকে বারবার ডাকছিলেন তার বাবা রবিউল ইসলাম। এ সময় ছেলের স্ত্রীর সাড়া না পেয়ে তিনি ক্ষুব্ধ হন। পরে তিনি বাড়ির পাশে তরিকুল ইসলামের মুদি দোকানে যান। সেখানে তিনি কোদাল দিয়ে ছেলে তরিকুল ইসলামকে আঘাত করেন। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
নিহত তরিকুল ইসলাম
নিহত তরিকুল ইসলাম |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় বাবার কোদালের আঘাতে ছেলে তরিকুল ইসলাম (৩৫) নামে এক মুদি ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের চাচা আসাদুল ইসলাম চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত তরিকুল ইসলাম দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে এসেছেন।

চৌগাছা থানায় মামলার নথি সূত্রে জানা যায়, ঘটনার দিন (২০ জানুয়ারি) সকালে তরিকুল ইসলামের মা বাড়িতে ছিল না। ভাত খাওয়ার জন্য ছেলের স্ত্রীকে বারবার ডাকছিলেন তার বাবা রবিউল ইসলাম। এ সময় ছেলের স্ত্রীর সাড়া না পেয়ে তিনি ক্ষুব্ধ হন। পরে তিনি বাড়ির পাশে তরিকুল ইসলামের মুদি দোকানে যান। সেখানে তিনি কোদাল দিয়ে ছেলে তরিকুল ইসলামকে আঘাত করেন। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত তরিকুল ইসলামকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে রেফার করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের সেজ চাচা আসাদুল ইসলাম চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন।