বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ১০ হাজার নেতাকর্মী যাচ্ছেন ঢাকার সমাবেশে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে কমপক্ষে দুই শতাধিক বাস, মাইক্রোবাস ও ট্রেনে করে ঢাকায় যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার নিজ এলাকা ফেনী হওয়ায় দলের নেতাকর্মীরা উচ্ছোসিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একনজর দেখতে ঢাকায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা ছাড়াও ফেনী থেকে হাজারো সাধারণ মানুষের যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে মঙ্গলবার দিবসকে কেন্দ্র করে সোনাগাজী পৌর শহরে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞার নেতৃত্বে হাজারো নেতাকর্মীরা স্বাগত মিছিল করেছেন। ফেনীর প্রতিটি উপজেলা থেকে ১০ হাজার করে কমপক্ষে অর্ধ-লক্ষাধিক মানুষের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভুঞা বলেন, ‘আমরা পাঁচ হাজার নেতাকর্মী ও সোনাগাজীবাসীকে সাথে নিয়ে দেশ নায়েক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছি।’
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আব্দীন বাবলু ও সদস্য সচিব সৈয়দ আলম ভুঞা বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের প্রাণ। তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সংবর্ধনা জানাতে বানের পানির মতো নেতাকর্মীরা ঢাকায় ছুটছে। আমরা ইতোমধ্যে সহযোগী সংগঠনসহ ১০ হাজার নেতাকর্মী অনুষ্ঠানে যোগদান করার প্রস্তুতি সম্পন্ন করেছি।’



