কিশোরগঞ্জে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থী ইকবাল ও চুন্নুকে বহিষ্কার

বুধবার রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো: আল আমিন, কিশোরগঞ্জ

Location :

Kishoreganj
বহিষ্কার দুই নেতা
বহিষ্কার দুই নেতা |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূত্র মতে, এই দুই নেতা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়ায় দল থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, শেখ মুজিবুর রহমান ইকবাল বাজিতপুর ও নিকলী উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের জন্য তিনি হাঁস প্রতীক পান। এই আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। তিনি বাংলাদেশ জাতীয় দলের সভাপতি ছিলেন।

অপরদিকে রেজাউল করিম চুন্নু কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ নেতা দলীয় মনোনয়ন না পেয়ে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনের জন্য তিনি হাঁস প্রতীক পান। এই আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলামকে প্রার্থী করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের স্বতন্ত্রপ্রার্থী হওয়ার বিষয়ে কিছু উল্লেখ না করলেও বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।