বরগুনায় ৩ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের মানুষজন অংশ নিয়েছেন।
রোববার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনা পৌরমার্কেট চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, স্বাধীনতার পর থেকে বরগুনা সদর ও বেতাগী নিয়ে বরগুনা-১, পাথরঘাটা ও বামনা নিয়ে বরগুনা-২ এবং আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-৩ আসন গঠিত ছিল। তবে ২০০৮ সালে তা পরিবর্তন করে দুটি আসন করা হয়।
বরগুনা জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মুরাদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শারমিন সুলতানা আসমা, জেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বরগুনার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে জেলায় তিনটি সংসদীয় আসন থাকা প্রয়োজন। কিন্তু ২০০৮ সালে তৎকালীন নির্বাচন কমিশন তিনটি আসনকে দুটি আসনে রূপান্তর করে জেলার জনগণকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। সেই আসন পুনর্বহাল না হলে আমরা আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।