ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও জমা-জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ী গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার ও জমা-জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে উভয় পক্ষই দেশীয় অস্ত্র রামদা, ঢাল ও সড়কে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে নারী-পুরুষ সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা নিকটস্থ চিকিৎসক ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দু’পক্ষের মধ্যে একদফা সংঘর্ষ হয়। পরে মঙ্গলবার সকালেই দু’পক্ষ ঢাল, সরকি, রামদা, টেটা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত সরইবাড়ি গ্রামে ও সরইবাড়ি কবর স্থানের পাশে দাঁড়িয়ে প্রায় দু’পক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত নারী সহ ১৫জন আহত হন। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম এ ব্যাপারে জানান, সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার গ্রুপ ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। দু’দিন আগে কবির খানের পক্ষের লোকজন শহীদ খানকে মারধর করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে এই দুই পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।