শৈলকুপায় আগুনে পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

রান্নাঘরের চুলা আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Jhenaidah
শৈলকুপায় আগুন।
শৈলকুপায় আগুন। |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় আগুনে পুড়ে গেছে তিনটি টিনের ঘর, একটি ছাগল ও ঘরে থাকা আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামের আব্দুল মতিন মুন্সী, কবির মুন্সী ও সাব্বির মুন্সীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বাড়ির মালিক মতিন মুন্সী বলেন, ‘রান্নাঘরের চুলা আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে তিনটি ঘর, একটি ছাগলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’

এ ব্যাপারে শৈলকুপা উপজেলার ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার সঞ্জয় কুমার বলেন, ‘রাতে সুবিধা গোবিন্দপুর গ্রামের মতিন মুন্সীর বাড়িতে আগুন ধরেছে শুনে সেখানে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে তিনটি বাড়ির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’