নাটোরের সিংড়া উপজেলার প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগে আক্রান্ত ২০ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন সরকারি দফতর ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে এসে প্রথমে উপস্থিত প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগীদের খোঁজ খবর নেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। পরে তাদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসা: নাজনীন সুলতানার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সাংবাদিক ও পরিবেশকর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
পরে জেলা প্রশাসক আসমা শাহীন সিংড়া থানা, সহকারী কমিশনার ভূমি কার্যালয়, পৌরসভা কার্যালয় ও উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সরকারি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।



