নেত্রকোনায় দীর্ঘ ১১ বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় মোক্তার পাড় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি পদে অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত হয়েছেন।
ভোট অনুষ্ঠান শেষে মধ্যরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে বিলুপ্ত কমিটির আহ্বায়ক ডা: আনোয়ারুল হক ১ হাজার ২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মাহফুজুল হক পান ২১১ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন। বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী ৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ-আল-মামুন রনি পান ৭২১ ভোট। এছাড়া এ এস এম মনিরুজ্জামান দুদু পান ১৮ ভোট।
উল্লেখ্য, আহ্বায়ক কমিটি দিয়েই এতদিন দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে এসেছে।