১২ ঘণ্টার মধ্যে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটন, গ্রেফতার ৭

পরকীয় প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যা, পা বিচ্ছিন্ন করে স্ত্রী

স্ত্রীর পরকীয়া প্রেমিকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় নয়নের।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
১২ ঘণ্টার মধ্যে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটন, গ্রেফতার ৭
১২ ঘণ্টার মধ্যে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটন, গ্রেফতার ৭ |নয়া দিগন্ত

স্ত্রীর পরকীয়া প্রেমিকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হয় পরবর্তীতে স্ত্রী ও পরকীয়া প্রেমিক ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে নয়নের। ঘটনা ধামাচাপা দিতে লাশ ঢুকানো হয় একটি বড় তেলের ড্রামে। কিন্ত পা দুটি ড্রামে না ঢুকাতে পারায় দেহ থেকে পা বিচ্ছিন্ন করা হয়। একটি তোশকের ভেতর পলিথিন দিয়ে মোড়ানো হয় পা দুটি পরবর্তীতে ফেলে দেয়া হয়ে ফাঁকা একটি জমিতে। আর ড্রামের ভর্তি লাশ ফেলা হয় নির্জন ঝোপের ভেতর।

এভাবেই ঘাতকরা নয়ন হত্যার বর্ণনা পুলিশকে দেয়। মঙ্গলবার দুপুরে ফতুল্লার শিয়াচর এলাকা থেকে লাশ উদ্ধারের ১২ ঘন্টার মধ্যে পুরো হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে পুলিশ। গ্রেফতার করা হয় নয়নের স্ত্রীসহ ৭জনকে।

বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার জসিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে নয়ন হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর ফতুল্লার দেলপাড়া মির্জাবাড়ির মোড় আকিল উদ্দিনের ৫ম তলা বিল্ডিংয়ের ৪র্থ তলা নয়নকে তার ২য় স্ত্রী সাবিনা (৩৮) পরকীয়া প্রেমিক রাসেলসহ কয়েকজন মিলে পরিকল্পিতভাবে খুন করে। নয়ন একটি মাদক মামলায় তিন বছর আগে জেলে যায়। নয়ন জেলে থাকার সময় সাবিনার সাথে রাসেলের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি নয়ন জামিনে বেরিয়ে এসে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারে। এ নিয়ে সাবিনার পরকীয়া প্রেমিক রাসেলে সাথে তর্কাতর্কির জেরে পরিকল্পিতভাবে খুন হয় নয়ন।

পুলিশ জানায়, ৬ অক্টোবর নয়নের লাশ ড্রামে ভরে ফতুল্লার শিয়ারচর নির্জন ঝোপে ফেলে দেয় আর বিচ্ছিন্ন পা দুটি তোশকের ভেতর মোড়নো অবস্থায় ফেলে দেয় পিলকুনি সরকারি প্রাইমারী স্কুলের গলিতে জনৈক আশরাফ এর ফাঁকা জমির পশ্চিম পাশে। ৭ অক্টোবর ড্রামের ভেতর লাশ উদ্ধারের পর হত্যার রহস্য উদঘাটনে নেমে পড়ে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যার ঘটনার সহিত জড়িত সাবিনা (৩৮), রাসেল, চয়ন (৩৮), জুয়েল (২৮) নোমান (২৮), সুমাইয়া (২০), সানজিদা (১৮) গ্রেফতার করে।

আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত সুমাইয়া ও সানজিদাকে ২ (দুই) দিনের এবং বাকিদের ৫(পাঁচ) দিনের রিমান্ড মঞ্জুর করেন। এঘটনায় নিহত নয়নের বাবা ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।