বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেছেন, ‘মোহাম্মদ সা: শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সকল ধর্ম ও মতের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। তিনি নারী ও পুরুষসহ সবার জন্য আদর্শ। ছাত্র-ছাত্রীদের অ্যাকাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি নৈতিক মূল্যবোধ তৈরির জন্য তাঁর আদর্শের শিক্ষার বিকল্প নেই। তাঁর আদর্শ ছাড়া অন্য কোনো নেতার আদর্শের মাধ্যমে সুনাগরিক গড়ে তোলা সম্ভব নয়।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞায় উপজেলা শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবি (সা:) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: মানিক ছাত্রদের উদ্দেশ করে বলেন, ‘কেবল একটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে রাসূল স:-এর জীবনের বিস্তৃত দিক জানা সম্ভব নয়। এজন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা, গভীর অধ্যয়ন এবং সেই আদর্শের অনুসরণ। যে সকল সংগঠন তোমার মেধা ও নৈতিকতার সমন্বয়ে জীবনকে সফল করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তাদেরই তোমরা গাইড হিসেবে গ্রহণ করবে। সাময়িক আবেগের বশবর্তী হয়ে এমন কাউকে গ্রহণ করো না যারা তোমার ভবিষ্যৎ জীবনকে হুমকির মধ্যে ফেলে দেবে।’
দাগনভূঞা মডেল শাখার সভাপতি আবু ওসামার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবিরের ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমাম হোসেন আরমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন, জেলা সাহিত্য সম্পাদক আসিফ, সাবেক প্যানেল মেয়র নজির আহম্মদ, দাগনভূঁঞা মডেল শাখার সাবেক সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ, দাগনভূঁঞা দক্ষিণ শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সিলোনীয়া মডেল শাখার সভাপতি তানভীর মিশকাত, দাগনভূঁঞা উত্তর শাখার সভাপতি মাঈনুদ্দিন, কানাডা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সানা উল্লাহ সোহেল প্রমুখ।



