কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মব সৃষ্টি করে ইউনিয়ন পরিষদের বৈধ ইজারাদারকে সরকারি রাজস্ব আদায়ে বাধা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। ঈদগাঁও উপজেলার অন্তর্গত দেশের বৃহত্তম লবণ শিল্প জোন ইসলামপুর শিল্প এলাকায় অবৈধ ট্রান্সপোর্ট সিন্ডিকেট তৈরি করে রাজস্ব আদায়ে চাঁদাবাজরা বাধা দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন।
তিনি বলেন, ‘১৯৯১ সালে ইসলামপুর ইউনিয়ন পরিষদ সৃষ্টির পর থেকে সব চেয়ারম্যান বৈধভাবে লবণ রফতানি শুল্ক আদায়ের লক্ষ্যে ইজারা দিয়েছেন। এর ধারাবাহিকতায় ও স্থানীয় সরকার আইন অনুযায়ী সকল মেম্বারদের সম্মতিক্রমে লবণ রফতানি শুল্ক আদায়ের জন্য গত ১ মে ইজারা দেয়া হয়।’
তিনি আরো বলেন, ‘এতদিন স্থানীয় ট্রান্সপোর্ট সিন্ডিকেটের যোগসাজশে আওয়ামী লীগ নেতাদের সিন্ডিকেট নামমাত্র মূল্যে ইজারা নিয়ে কোটি টাকা আত্মসাৎ করতো। কিন্তু এ বছর নিয়ম মাফিক ইজারা দিয়ে প্রাপ্ত টাকা ইউনিয়ন পরিষদের অ্যাকাউন্টে জমা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মব সৃষ্টি করে বৈধ ইজারাদারকে বিগত চার মাস ধরে রাজস্ব আদায়ে বাধা দিচ্ছে পলাতক আওয়ামী দোসরদের অবৈধ ট্রান্সপোর্ট সিন্ডিকেট। আর এতে ইন্ধন দিয়ে ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দিচ্ছেন স্থানীয় এক নেতা।’
এ ব্যাপারে আইনিব্যবস্থা নেয়া হবে বলেও জানান চেয়ারম্যান।
ইসলামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান ১ ও ২ এবং মেম্বার ও নারী মেম্বাররা উপস্থিত ছিলেন।