‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি’—স্লোগানে কুমিল্লার চান্দিনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে উন্নত জাতের গরু, ছাগল, শৌখিন পাখি ও আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি কর্নারসহ ৩০ প্রদর্শনী স্টল স্থান পায়।
বুধবার (২৬ নভেম্বর) সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তানজিলা খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আবু জাফর ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ করিম খান।
এ সময় উপজেলা ভেটেনারি সার্জন ডা: মো: সিরাজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মো: মাজহারুল ইসলাম মুন্না, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: হুমায়ূন কবির, পপি সরকার, প্রাণিসম্পদ মাঠ সহকারী আব্দুল হান্নান মজুমদার ও সাইফুল্লাহ আল সাদি প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনী শেষে সেরা স্টল প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



