ইসলামী আন্দোলন দেশ ও মানবতার কল্যাণে রাজনীতি করে : চরমোনাই পীর

ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার দোসররা ঠান্ডা মাথায় যখন আমাদের ছাত্র আন্দোলনকে গুলি করে তছনছ করে দিতে চেয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাস্তায় বুক পেতে দিয়েছিল।’

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
সমাবেশে বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর রেজাউল করিম
সমাবেশে বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর রেজাউল করিম |নয়া দিগন্ত

ইসলামী আন্দোলন দেশ ও মানবতার কল্যাণে রাজনীতি করে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ‘আমরা কখনো কারো সিঁড়ি হিসেবে ব্যবহার হবো না। আমরা ইসলামের আলোয় নিজেদেরকে তৈরি করব।’

রোববার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লংগদু উপজেলা শাখার আয়োজনে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা ওলামা মাশায়েখের সভাপতি মাওলানা আমিনুর রশিদ। এ সময় লংগদু এবং রাঙ্গামাটি থেকে আগত বিভিন্ন মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম ও আলেমরা উপস্থিত ছিলেন।

সৈয়দ রেজাউল করিম বলেন, ‘ইসলামী আন্দোলনকে এতো ছোট মনে করলে হবে না। ইসলামী আন্দোলন ৩০০ আসনেই প্রার্থী দেয়ার মতো বিশ্বাস এবং অবস্থান তৈরি করেছেন।’

তিনি বলেন, পাঠ্য পুস্তকে যখন ইসলামবিরোধী অধ্যায় যুক্ত করে তখন আমরা আমাদের সঠিক আন্দোলনে পাঠ্য বইয়ের সংস্কার করাতে বাধ্য করি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তার দোসররা ঠান্ডা মাথায় যখন আমাদের ছাত্র আন্দোলনকে গুলি করে তছনছ করে দিতে চেয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাস্তায় বুক পেতে দিয়েছিল।’